খােলাবাজার২৪, রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮ :নোয়াখালীর সোনাইমুড়ি পৌর ছাত্রদলের সভাপতি শহীদুল্লাহ লিটনকে (২৬) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে তাকে উদ্ধার করা হয়। তিনি সোনাইমুড়ি পৌরসভার ৯নং ওয়াডের গোবিন্দপুর গ্রামের মো: হানিফের ছেলে।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, লিটন রাত নয়টা থেকে দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর রাত ১১টার দিকে নোয়াখালী-কুমিল্লা সীমান্তে তাকে দুর্বৃত্তরা পায়ে গুলি করে ফেলে রেখে চলে যায়। পরে লিটনকে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে প্রথমে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং পরে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং এ ঘটনা কারা ঘটিছে তাদের খুঁজে বের করার চেষ্টা অব্যহত রয়েছে বলে জানিয়েছেন।