Fri. Sep 12th, 2025
Advertisements


খােলাবাজার২৪, সোমবার, ০৩ ডিসেম্বর ২০১৮ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুস আলী আকন্দ এ রিট করেন।

প্রসঙ্গত, বিএনপিসহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের আপত্তির মধ্যেই এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিতর্কিত ইভিএমে ভোটগ্রহণ করতে চাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণের জন্য লটারির মাধ্যমে ছয়টি আসন ঠিক করেছে নির্বাচন কমিশন।

পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।