খােলাবাজার২৪,শুক্রবার,০৭ ডিসেম্বর ২০১৮ঃ সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে। রাজধানীর বাজারগুলোতে প্রতিকেজি পেঁয়াজ জাত ভেদে ২০ টাকা থেকে ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে, সবজি, মাছ ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে। রাজধানীর মেরাদিয়া ও রামপুরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম কমায় দেশীয় পেঁয়াজের দামও এখন ৩০ টাকায় নেমে এসেছে। এখন ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। মূলত পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমার প্রভাব পড়েছে খুচরা বাজারে।
পেঁয়াজের পাশাপাশি রসুনের দামও কমেছে। প্রতিকেজি রসুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। ভারতীয় আদা বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা। তবে, দেশী আদা বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে প্রজাতি ভেদে ১৫ থেকে ৩৫ টাকায়, ফুলকপি ১৫ থেকে ২৫ টাকায়, বাধাকপি ১৫-৩০ টাকা, নতুন আলু ৫০-৭০ টাকা, গাজর ৮০ টাকা, শালগম ৫০ টাকা, ক্ষিরা ২০ টাকা, পেয়াজ কলি ৩৫ টাকা, কচুমুখী ৭০ টাকা, টমেটো ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া লাউ ২৫ থেকে ৩৫ টাকায় ও পালং শাক প্রতি আটি ১০ টাকায় বিক্রয় হতে দেখা গেছে।
এছাড়া পটল ৪০ টাকা, করলা ৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকায়, ঝিঙা ৪০ টাকায়, কাঁকরোল ৩০ টাকায়, পেঁপে ১০-২৫ টাকায়, কচুর লতি কেজি ৫০ টাকা, বরবটি ৪০ টাকা, শষা ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রকারভেদে প্রতিটি ৩৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া পুঁইশাক প্রতি আঁটি ২০ টাকা, লালশাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা, লাউয়ের শাক ২৫ থেকে ৩০ টাকা, লেবুর হালি ২০-২৫ টাকা দামে বিক্রি হচ্ছে।
বাজারে মুরগির ডিম ডজন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। প্রতি কেজি গরুর মাংস এখনও ৪৮০ টাকা থেকে মানভেদে ৫০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে।এছাড়া খাশির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি। এছাড়া ফার্মের মুরগি প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রয় হচ্ছে।
বাজারে দেশি কই, বোয়াল, কাজলী বা টেংরা কিনতে হলে গুনতে হচ্ছে ২২০ টাকা থেকে ৩৫০ টাকা, বড়-মাঝারি রুই, কাতল বা মৃগেল ২২০ টাকা থেকে ৩২০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া, পাঙ্গাস বা সিলভারের মত মাছ ১২০ টাকা থেকে ১৫০ টাকা দরে কেজি। এছাড়া, চিংড়ি মাছ ৪৫০ থেকে ৮০০ টাকা, পাবদা ৬০০ টাকা, সুরমা মাছ ৮০০ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে।
এদিকে, চালের বাজার রয়েছে স্থিতিশীল। মোটা চাল বিক্রয় হচ্ছে ৩৮ থেকে ৪৫ টাকা, পাইজাম ৪৬ থেকে ৫০ টাকা, মিনিকেট ৬০ থেকে ৬৫ টাকা, নাজির ৫৬ থেকে ৬০ টাকা। এদিকে, লুজ সয়াবিন তেল ৮০ থেকে ৮৪ টাকা কেজিতে বিক্রয় হলেও বোতলের সোয়াবিন প্রকার ভেদে ১০৬ থেকে ১০৮ টাকায় বিক্রয় হচ্ছে।