Tue. Sep 23rd, 2025
Advertisements

খােলাবাজার২৪শনিবার,০৮ ডিসেম্বর ২০১৮ঃ কাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাঁকা রাখা ৯৪ আসনে ঐক্যফ্রন্টের চার শরিক পেয়েছে ১৯টি আসন। বাকি আসনগুলোতে বিএনপি নিজেদের প্রার্থী দিবে বলে জানা যায়।  

নতুন করে বিএনপির মনোনয়ন পেলেন যারাঃ- 
গাইবান্ধা-২ আব্দুল রশিদ সরকার, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার, সিলেট-১ খন্দকার আবদুল মোক্তাদির, নারায়ণগঞ্জ-১ কাজী মনিরুজ্জামান, নরসিংদী-৩ মঞ্জুর ই এলাহী, নরসিংদী-৫ আশরাফ উদ্দিন বকুল, ময়মনসিংহ-১ আলী আজগর, জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত, নেত্রকোণা-৫ আবু তাহের তালুকদার

কুমিল্লা-৬ আমিনুর রশিদ ইয়াসিন, চট্টগ্রাম-৮ এম মোরশেদ খান পেয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরো  এই কইটির নাম পাওয়া গিয়েছে তবে আরো আসছে………