Mon. Sep 22nd, 2025
Advertisements


খােলাবাজার২৪,রবিবার,০৯ ডিসেম্বর ২০১৮ঃ নাজিরপুর প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-স্বরুপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক ও নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শ ম রেজাউল করিম বলেন, আমি নির্বাচিত হলে কোনও দুর্নীতি করব না। সন্ত্রাসীকে প্রশ্রয় দিব না। নিয়োগ ও টেন্ডারে আমার পক্ষ থেকে কোনও বাণিজ্য হবে না। উন্নয়ন কাজে সবাই সমান সুযোগ পাবেন।

আজ রবিবার নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে নাজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

এ সময় শ ম রেজাউল করিম আরো বলেন, পিরোজপুরে এ পর্যন্ত যে পরিমাণ বরাদ্দ এসেছে সেই পরিমাণ উন্নয়ন হয়নি। বরাদ্দ হওয়া সেই টাকাগুলো কয়েনে রপান্তরিত করে সেই কয়েন দিয়ে অনেক কিছু করা যেতো। আপনাদের সবার সহযোগিতায় আমি নাজিরপুর উপজেলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করব। সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করবো।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীলরা দেশের জন্য ক্ষতিকর, তাদেরকে মোকাবেলা করতে হবে। আমি আহ্বান জানাবো সেই মোকাবেলার সংগ্রামে আপনারা সচেতন নাগরিক হিসেবে সবাই শামিল হবেন। যুদ্ধাপরাধী সাঈদীর পুত্র পিরোজপুর-১ আসনে । তবে আমার বিশ্বাস সাঈদীর পুত্রকে পিরোজপুরের মানুষ গ্রহণ করবে না। স্বাধীনতার স্বপক্ষের মানুষদের এ বিষয়ে রুখে দাড়ানো উচিত।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এইচ এম লাহেল মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক শেখ জাকির আহমেদ, কেএম সাঈদ, মোস্তাফিজুর রহমান লাভলু, আকরাম আলী ডাকুয়া, সঞ্জিব কুমার রায়, উথান মন্ডল।

সাংবাদিক এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, তুহিন হালদার তিমির, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাজিরপুর উপজেলা শাখার সভাপতি আতিয়ার রহমান চৌধুরী নান্নু, ইত্তেফাক সংবাদদাতা ও নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ফিরোজ মাহমুদ, সাউথ বাংলা নিউজের এসএম সিপার, ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, সংবাদ প্রতিদিনের এসএম রেজাউল করিম, বর্তমান প্রতিনিধি এসএম মুন্নাসহ নাজিরপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তব্যের এক পর্যায়ে শ ম রেজাউল করিম বলেন, আমি জানি মফস্বল সাংবাদিকদের স্বল্প রোজগারের মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়। আমি কথা দিচ্ছি মহান আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন তাহলে সরকারি সহযোগিতার পাশাপাশি নিজের রোজগারের অর্থ দিয়েও আপনাদের পাশে দাড়াবো, প্রেসক্লাবকে উন্নত করব।