Sat. Sep 20th, 2025
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,১১ডিসেম্বর ২০১৮ঃ যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর উদ্যোগে ও অর্থায়নে সিরাজগঞ্জের কাজিপুরে তেকানী ইউনিয়ণ পরিষদ মাঠ ও নাটুয়ার পাড়া ডিগ্রী কলেজ মাঠ এ পৃথক দুটি বিনামূল্যে চক্ষু, গাইনী,ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

উক্ত দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের আশপাশের শাখা সমুহের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারন মানুষ উপস্থিত ছিলেন । উক্ত দুটি ক্যাম্পে প্রায় ৬৪২৮ জন  রোগীর চিকিৎসাসহ বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৭৯৮ জন চক্ষু রোগীকে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।