Fri. Sep 12th, 2025
Advertisements


খােলাবাজার২৪,বুধবার,১৯ ডিসেম্বর ২০১৮ঃ আগামী ৩০ ডিসেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে ভোট দিতে ভোটারদে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোট বিপ্লবের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার দুপুরে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কুমিল্লা যাওয়ার পথে জেলার দাউদকান্দিতে সড়কে অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেয়ার সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল।

এর আগে সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাতে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব ও বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী কুমিল্লায় আগে থেকেই অবস্থান করছেন।