Fri. Sep 12th, 2025
Advertisements


খােলাবাজার২৪, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮ : কাম্প নউয়ে শনিবার ২-০ গোলে জেতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। দশম মিনিটেই প্রথম গোলের দেখা পায় কাতালান দলটি। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে চলতি লিগে নিজের সপ্তম গোলটি করেন দেম্বেলে। বিরতির আগে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এবারের লিগে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা লিওনেল মেসি। ম্যাচের পর ক্লাবের ওয়েবসাইটে নিজের সন্তুষ্টির কথা জানান ভালভেরদে।

লক্ষ্যটা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করা, এই রাউন্ডের ম্যাচগুলো শুরু হওয়ার আগেও আমরা একই ব্যবধানে এগিয়ে ছিলাম, তাই আমরা খুশি।

অবশ্য সংবাদ সম্মেলনে ভালভেরদে মেনে নেন, সেল্তা দে ভিগোর বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে সেরা ছন্দে ছিল না দল। বল দখলে এগিয়ে থাকা অতিথিরা বেশ কয়েকবারই ম্যাচে ফেরার সুযোগ পায়।

“প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে সুযোগ তৈরি করা আমাকে সবচেয়ে সন্তুষ্ট করেছে।”

“আপনি যদি কোনো গোল হজম না করেন, তা হচ্ছে জয়ের সবচেয়ে সহজ রাস্তা। কিন্তু আমাদের লক্ষ্য এটা না। আমাদের লক্ষ্য প্রতিপক্ষের গোলমুখে বিপদ তৈরি করা।”

১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৭। ৩৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে।