Fri. Sep 12th, 2025
Advertisements

গুলিবিদ্ধ বিএনপির প্রার্থীকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে

খােলাবাজার২৪,সোমবার,২৪ ডিসেম্বর ২০১৮ঃ  শরীয়তপুরে-৩ আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ওপর হামলা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হচ্ছে বলে স্বজনেরা জানিয়েছেন। এঘটনায় বিএনপর অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোসাইরহাট উপজেলায় এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার দিকে নুরুদ্দিন নেতাকর্মীদের নিয়ে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এসময় তিনি গুলিবিদ্ধ হোন। তিনি প্রচণ্ডভাবে মাথা ও ঘাড়ে আঘাত পান। পরে রক্তাক্ত অবস্থায় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কুদালপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকেন্দ্রে নিয়ে আসেন। হামলার ঘটনায় ওই এলাকায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়। লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।