Fri. Sep 12th, 2025
Advertisements

কতটা দেউলিয়া হ‌লে নায়ক-নায়িকা‌দের নি‌য়ে প্রচারণা ক‌রে: আ.লীগকে বঙ্গবীর

খােলাবাজার২৪,সোমবার,২৪ ডিসেম্বর ২০১৮ঃ কৃষক শ্রমিক জনতা লী‌গের সভাপ‌তি বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, ‘একটা দল কতখানি দেউলিয়া হলে সিনেমার নায়ক-নায়িকাদের প্রচারণায় নামায়। দেশের মানুষ পয়সা দিয়ে সিনেমা দেখতে পারে, ভোট দিতে পারে না।’

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ(বিএসপিপি) আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ও পেশাজীবীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

বঙ্গবীর বলেন, ‘মমতাজের মতো জনপ্রিয় শিল্পীও নৌকা প্রতীক ছাড়া মাঠে দাঁড়ালেও ৫ হাজার  ভোট পাবে না।’

তিনি নির্বাচনে সেনাবাহিনী প্রসঙ্গে বলেন, ‘মানুষ সেনাবাহিনীর কাছে কিছু চায় না। শুধু ভোট দেয়ার অধিকার চায়। সেনাবাহিনী তাদের ন্যায়-নীতি ঠিক রাখতে পারলে ২০১৮ সালে বাংলাদেশে ভোট বিপ্লব হবে।

 তিনি ১৯৭০ সালের নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘সে সময় সাত কোটি মানুষ ভোট যুদ্ধে অংশ নিয়েছিল। ২০১৮ সা‌লে ১৮ কোটির মধ্যে ১৫ থেকে ১৬ কোটি মানুষ ভোট যুদ্ধে অংশ নিবে।’

এসময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ভোটারদের প্রতি অনুরোধ করে বলেন, ‘ভোট দিয়ে চলে আসবেন না ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।’