Tue. Sep 23rd, 2025
Advertisements


খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ ডিসেম্বর ২০১৮ঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) রাজশাহী কিংসের হয়ে খেলতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক, অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। হাফিজকে শেষ মূহুর্তে দলে ভিড়িয়ে বেশ চমকই দেখালো দলটি। হাফিজের রাজশাহী কিংসের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ হক। 

তাহমিদ হক সংবাদমাধ্যমকে বলেন, ‘হাফিজের দলভুক্তির পর রাজশাহীর দুর্ভাবনা অনেকটাই দূর হয়েছে বলা যায়। টপঅর্ডারে তাঁর ধুন্ধুমার ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতি অফস্পিন বোলিংটাও আমাদের জন্য বিরাট পাওয়া। সবচেয়ে বড় কথা, তাঁর আন্তর্জাতিক পর্যায়ে খেলার বিশাল অভিজ্ঞতা আমাদের সমৃদ্ধ করবে।’ 

প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। তিনি টি-টোয়েন্টিতে ২৫২ ম্যাচ খেলে প্রায় সাড়ে পাঁচ হাজার রান করেছেন। 

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিপিএলের।