Sun. Sep 21st, 2025
Advertisements


খােলাবাজার২৪,রবিবার, ৩০ডিসেম্বর ২০১৮ঃ ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস ভোট দেবেন না। দলীয় নেতা-কর্মীদের মারধর ও কেন্দ্রে আসতে না দেওয়া, এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়ার প্রতিবাদে মির্জা আব্বাস ও আফরোজা ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাহানপুরে মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট দিতে এসে ভোটের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তাঁরা ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রাখার কথা বলেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, একটা ভীতিকর অবস্থা তৈরি করেছে ক্ষমতাসীনেরা। এই পরিস্থিতিতে নিজে ভোট দেওয়ার কোনো মানে নেই।