খােলাবাজার২৪,বৃহস্পতিবার ১৭ জানুয়ারি ২০১৯ঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. আব্দুল জলিল চৌধুরী অবসর নিয়েছেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনের সম্মানীয় সচিব ডা. জলিল তার দীর্ঘ ৪০ বছর সরকারী চাকুরী জীবনের মধ্যে দু’যুগ ধরে বিএসএমএমইউ-তে চিকিৎসাসেবা ও অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ছিলেন।
তার অবসরজনিত বিদায় উপলক্ষে সম্প্রতি বিএসএমএমইউতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিএসএমএমইউ-র উপচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকর্মী ও ছাত্র-ছাত্রীর স্মৃতিচারণামূলক নআলোচনায় ডা. জলিলের অবদান তুলে ধরেন।
আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানের ফেলো ডা. জলিল চৌধুরী ১৯৭৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে চিকিৎসাসেবায় যুক্ত হন। এরপর ইন্টারনাল মেডিসিনের উপর এফসিপিএস ও এমডি ডিগ্রি অর্জন করেন।