Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

দেশের শীর্ষস্থানীয় আইসিটি শিক্ষাপ্রতিষ্ঠান Creative IT Institute তাদের Special Appreciation Award-এর মাধ্যমে দিদারুল আলম-কে তথ্যপ্রযুক্তি খাতে অসাধারণ অবদান রাখার জন্য আনুষ্ঠানিকভাবে সম্মানিত করেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন স্বাক্ষরিত আনুষ্ঠানিক স্বীকৃতি-পত্রে দিদারুল আলমের দূরদর্শী নেতৃত্ব, অদম্য প্রচেষ্টা এবং আইসিটি খাতে নতুন প্রজন্মকে দক্ষ করে তুলতে তার অসাধারণ ভূমিকার প্রশংসা করা হয়।
চিঠিতে বলা হয়েছে, দিদারুল আলমের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব দেশের তথ্যপ্রযুক্তি খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি শুধুমাত্র প্রযুক্তি নিয়ে কাজ করেননি, বরং দক্ষতার ঘাটতি পূরণ, টেক প্রতিভা তৈরি এবং ডিজিটাল রূপান্তর ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি তরুণ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় অনুপ্রাণিত করেছেন, মেন্টরিংয়ের মাধ্যমে তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করেছেন এবং প্রযুক্তি খাতে একটি ইতিবাচক পরিবর্তনের জোয়ার এনেছেন। আজকের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উন্নয়ন তাঁর এই ভূমিকার বাস্তব ফলাফল।