খােলাবাজার২৪, শুক্রবার, ২৫জানুয়ারি ২০১৯ঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৯ হাজার ৫৩৫টি শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশকৃতদের তালিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এনটিআরসিএ’র ওয়েবসাইটে (ngi.teletalk.com.bd) এ তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এতে প্রায় ৩১ লাখ আবেদন জমা হয়। বৃহস্পতিবার রাতে নিয়োগের জন্য সুপারিশ করা শিক্ষকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।