Tue. Oct 28th, 2025
Advertisements

ঘোষিত হল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

খােলাবাজার২৪,সোমবার, ২৮ জানুয়ারি ২০১৯ঃ ঘোষণা করা হল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮। সাহিত্যে দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার   পেলেন চার কবি ও লেখক। পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধে সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনায় আফসান চৌধুরী।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। পুরস্কার বিজয়ীরা পাবেন সম্মাননা ক্রেস্টসহ নগদ দুই লক্ষ টাকা।

মোট দশ বিভাগে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হলেও এ বছর চার বিভাগ থেকে চারজনকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।