Tue. Oct 28th, 2025
Advertisements

আশুলিয়ায় ইটবোঝাই ট্রাক নদীতে, নিখোঁজ ৪

খােলাবাজার২৪,মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯ঃ সাভারের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। ঘটনার পর আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হলেও এখনো চারজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় তুরাগ নদীতে এ ঘটনা ঘটে। তৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি মরাগাঙ্গ এলাকায় ব্রিজে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এতে ট্রাকটি তলিয়ে যায়।

তিনি জানান, একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও এখনো চারজন নিখোঁজ রয়েছেন।