Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯ঃ ইউনানী চিকিৎসক, শিক্ষাবিদ, লেখক, অনুবাদক ও সংগঠক অধ্যক্ষ হাকীম হাফেজ আজীজুল ইসলাম-এর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল (২৮ জানুয়ারি ২০১৯) রাজধানীর বকশিবাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ও বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের যৌথ উদ্যোগে তিব্বিয়া হাবিবিয়া কলেজ মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের চেয়ারম্যান ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এবং কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি।
উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উস্থিত ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ সেলিমউল্লাহ, হামদর্দের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, তিব্বিয়া হাবিবিয়া কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুস সালাম এবং বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য ডাঃ মোঃ মিজানুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ইউনানী ঔষধ বিশেষজ্ঞ হাকীম শাহ্ ইলহাম উল্লাহ চিশ্তী এবং স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ হাকীম আ. খ. মাহবুবুর রহমান সাকী, হাকীম মুহাম্মদ ইবরাহীম আলী, হাকীম মোঃ আইয়ুব আলী এবং হাকীম মোঃ রেজাউল করীম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট মোঃ কামরুল ইসলাম এম পি বলেন, বাংলাদেশে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার উন্নয়ন ও বিকাশে হাকীম হাফেজ আজীজুল ইসলাম গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মরহুমের আকাঙ্খা বাস্তবায়নে দেশের সকল ইউনানী চিকিৎসক ও শিক্ষার্থীদের লেখাপড়া ও স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে অধ্যক্ষ হাকীম হাফেজ আজীজুল ইসলাম-এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।