
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও তাহের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, ক্রল এর সিনিয়র ম্যানেজিং ডাইরেক্টর ওমের এরজিনশো, ম্যানেজিং ডাইরেক্টর তরুন ভাটিয়া ও অ্যাসোসিয়েট ডাইরেক্টর সমরজিত সাওয়ান্ত ও ব্যাংকের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাংকিং নীতিমালা পরিপালন বিষয়ে সভায় আলোচনা করা হয়। ২০১৫ সাল থেকে ক্রল ইসলামী ব্যাংকের সাথে কাজ করছে। ইতোমধ্যেই ক্রল নির্দেশিত পরিপালন কার্যক্রমের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ সমাপ্ত হয়েছে এবং তৃতীয় পর্যায়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। ইসলামী ব্যাংকের জন্য ইউএসএ ভিত্তিক সাস ইন্সটিটিউট প্রাইভেট লিমিটেড প্রদেয় ট্রানজেকশন মনিটরিং সিস্টেম প্রদর্শন করা হয় এবং ক্রল প্রতিনিধিদল এতে সন্তোষ প্রকাশ করেন।