Fri. Sep 12th, 2025
Advertisements

ইবিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বইমেলা

 খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৪ ফেব্রুয়ারি ২০১৯ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। ফেব্রুয়ারির ১৯, ২০ ও ২১ তারিখ বই মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠান সূচিতে থাকবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এর সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারি আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

প্রধান আলোচক থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক।

বিশেষ অতিথি থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা।

২০ ফেব্রুয়ারি আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর শামসুজ্জামান খান।

২১ ফেব্রুয়ারি আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।

এ ছাড়াও ২০ ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশে পবিত্র কুরআন খতম ও দোয়া এবং রাত ১১.৪৫ টায় শোক র‌্যালি বের করা হবে।

রাত ১২.১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হবে।