Fri. Sep 12th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার,১৫ ফেব্রুয়ারি ২০১৯ঃ  শুক্রবার রূপালী ব্যাংক লিমিটেড ক্রীড়া পরিষদের উদ্যোগে ব্যাংকের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি , ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান এবং পরিচালক দীনা আহসান। খেলার মাঠে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার ও অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। ব্যাংকের সারাদেশের ৫৬৮টি শাখা থেকে বাছাই করা প্রতিযোগিরা এতে অংশ নেন।

এ সময় ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ আলম খন্দকার ও বেলায়েত হোসেন, জিএম মো. কাইসুল হক, অরুণ কান্তি পাল, মো. শফিকুল ইসলাম, অশোক কুমার সিংহ রায়, মোহাম্মদ জাহাঙ্গীর, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও জিএম খান ইকবাল হোসেন, মো. গোলাম মর্তুজা, সানচিয়া বিনতে আলীসহ সকল জিএম, ডিজিএম, এজিএম, ক্রীড়া পরিষদের সদস্যরাসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।