Tue. Sep 16th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১৯ ফেব্রুয়ারি ২০১৯ঃ অধিপত্য বিস্তার নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রাসেলসহ কমিটির নেতা এবং কমিটি বিলুপ্ত করার দাবিতে ছাত্রলীগের বিদ্রোহী অংশের নেতারা দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষই ক্যাম্পাসে মহড়া দিচ্ছিল। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

দুপুর ১২টার দিকে তারা সংঘর্ষে লিপ্ত হয়। দু’পক্ষের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। কয়েকজন আহত হয়েছেন।