Tue. Sep 16th, 2025
Advertisements

ডাস্টবিন থেকে ২২ নবজাতকের মরদেহ উদ্ধারখােলাবাজার ২৪,মঙ্গলবার,১৯ ফেব্রুয়ারি ২০১৯ঃ বরিশালের শের-ই বাংলা মেডিকেল ক‌লেজ (শেবাচিম) হাসপাতালের ডাস্টবিন থেকে অন্তত ২২ টি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেডিকেলের ডাস্টবিন ও পাশের ড্রেনে এসব অঙ্গ-প্রত্যঙ্গ দেখা যায়। পরে রাতে পরিচ্ছন্ন কর্মীরা ময়লার স্তূপ থেকে এসব মরদেহ উদ্ধার করেন। উদ্ধারকৃত এসব নবজাতকের অধিকাংশ অপরিণত।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে শেবাচিম হাসপাতালের ময়লার ডাস্টবিনে এসব মরদেহ দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। পরে পুলিশকে বিষয়টি জানান তারা।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল মোদাচ্ছের আলী কবির জানান, হাসপাতালের পশ্চিম পাশে কেন্দ্রীয় পানির ট্যাংকের পাশের ডাস্টবিনের ময়লা অপসারণ করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লার ভেতরে বালতি ভরা অপরিণত শিশুর মরদেহগুলো দেখতে পান। তারাই হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

মোদাচ্ছের আলী বলেন, মোট ২২টি অপরিণত শিশুর মরদেহ ছিল বালতিতে। তবে পরিচ্ছন্নতা কর্মীদের দাবি মৃতদেহের সংখ্যা আরও বেশি।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসএম বাকির হোসেন জানান, এসব মরদেহ সংরক্ষণ করা হয় ইন্টার্ন চিকিৎসকদের ব্যবহারিক কাজের জন্য। হাসপাতালে অনেক নারীদের অপরিণত বাচ্চা জন্মায়। বিভিন্ন সময় এসব অপরিণত শিশুর মরদেহ সংরক্ষণ করা হয়েছে। এসব মরদেহ ডাস্টবিনে না ফেলে মাটি চাপা দেয়ার কথা ছিল। ভুলক্রমে এসব মরদেহ ডাস্টবিনে ফেলা হয়েছে।