Fri. Sep 12th, 2025
Advertisements

আজ মঙ্গলবার পিরোজপুর জজ আদালতে হাজির হলে আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক শুনানি শেষে তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উক্ত মামলায় হাইকোর্টের দেয়া ছয় সপ্তাহের জামিনে ছিলেন তিনি।

গত ২০১৮ সালের ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এস আই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী,  হাফেজ মোঃ জাকির হোসেন ও ওবায়দুল্লাকসহ ১২ জনকে অজ্ঞাত আসামি করে  মামলা দায়ের করে।

গত ২৫ ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেল সহ দুই জামায়াত কর্মীকে আটক করে। কিন্তু উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী পুলিশের টের পেয়ে পালিয়ে যায় বলে মামলার বাদি এজাহারে উল্লেখ করেন।