Fri. Sep 12th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার ,২০ ফেব্রুয়ারি ২০১৯ঃ  চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের বাণিজ্য এবং ফলাফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার হ্যাকারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

বুধবার সকালে ডিবির উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ভুয়া প্রশ্নপত্রসহ ল্যাপটপ ও স্মার্টফোন উদ্ধার করা হয়।

ডিসি মশিউর জানান, ওই চার হ্যাকার এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রকে আসল বলে বিক্রি করতেন। পাশাপাশি তারা শিক্ষাবোর্ডের সার্ভার হ্যাক করে ফলাফল পরিবর্তনের নিশ্চয়তা দিতেন।

এসএসসির প্রশ্নপত্র বিক্রি করে এবং এসএসসির ফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে এই চক্রটি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।