Fri. Sep 12th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বৃহস্পতিবার,২১ ফেব্রুয়ারি ২০১৯ঃ আওয়ামী লীগের সংসদ সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম গান গেয়ে সংসদ মাতালেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় গান গেয়েছেন তিনি।

এসময় গান শুনে অনেকেই প্রশংসা করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও তাকে ধন্যবাদ জানান।

তার এই গানে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি। তবে গান গাওয়ার আগে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন ও তার এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নিজ এলাকায় (মানিকগঞ্জ-২) মেট্রোরেল, গ্যাস সরবরাহ ও শিল্পনগরী হিসেবে ঘোষণার দাবি জানান। এ ছাড়া তার নির্বাচনী এলাকাকে উপশহর করার দাবি করেন।

বক্তৃতার শেষ পর্যায়ে মমতাজ বলেন, স্পিকার যেহেতু আমি একজন শিল্পী। পাশাপাশি মানুষের সেবা করি, তাই সংসদে একটি গানের অংশ শোনাতে চাই। এরপর তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নিজের একটি গানের কয়েক লাইন সুর করে শোনান তিনি।