Wed. Sep 17th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২৪ফেব্রুয়ারি ২০১৯ঃ  সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের কিংবদন্তি প্রধান শিক্ষক শিক্ষাগুরু মরহুম দরবেশ আলীর পতœী মন্নুজান সালেহা (৮৫) বার্ধক্যজনিত কারনে গত ১৯ ফেব্রুয়ারি আমেরিকাতে স্থানীয় সময় রাত ২টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নলতা শরীফে আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁকে সমাহিত করা হবে।

মিসেস সালেহা ১৯৩৫ সালের ২১ মার্চ সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর আহবানে ১৯৫০ সালে দরবেশ আলী নলতা হাইস্কুলে যোগদান করলে মিসেস সালেহা নলতা শরীফে বসবাস শুরু করেন। তিনি ছিলেন নলতা হাইস্কুলের সহ¯্র শিক্ষার্থীর মমতাময়ী বিদ্যামাতা।

 

শেষ বয়সে তিনি তাঁর সমগ্র বসতভিটে জুড়ে আহ্ছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল হাইস্কুল প্রতিষ্ঠা করে ত্যাগের পরিচয় দিয়েছেন। তিনি দীর্ঘদিন নলতা আহ্ছানিয়া মহিলা মিশনের সাধারণ সম্পাদক ছিলেন।