Wed. Sep 17th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিবার,২৪ফেব্রুয়ারি ২০১৯ঃ ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপের এবারের মহাযজ্ঞ শুরু হতেও এখনও বাকি প্রায় ৩ মাসের অধিক সময়। এর মধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন সংস্থার নানা আয়োজন, নানা বিশ্লেষণ।

বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি বিশ্লেষণ করে থাকে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রতিবারের মতো এবারও তারা বিভিন্ন দেশের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেঝে।

দ্বাদশ আসরকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছে ইএসপিএন ক্রিকইনফো ওয়েবসাইটটি। তাতে জায়গা পেয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, সহ-সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

ওপেনার হিসেবে একাদশটিতে রয়েছেন দেশের অন্যতম ব্যাটিং তারকা তামিম ইকবাল। তার সাথে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্ব পেয়েছেন বিশ্বকাপ দুইবার ম্যাচ সেরার খেতাব পাওয়া ইমরুল কায়েস। তিন নম্বর অবস্থানের দায়িত্ব দেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।

মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের হাতে থাকছে উইকেটকিপারের গ্লাফস। অলরাউন্ডার হিসেবে পাঁচ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। সময়ের অন্যতম সেরা এ অলরাউন্ডারের পরের অবস্থানটি দেয়া হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুকে। এরপরের অবস্থানটি আশরাফুলের দখলে।

ঘোষিত এ দলে ব্যাটিং অর্ডার অনুযায়ী আটে রয়েছেন খালেদ মাহমুদ সুজন। স্পিনার হিসেবে দলটিতে রয়েছেন মোহাম্মদ রফিকও। তাছাড়া বাকি দুই পেসার হিসেবে অধিনায়ক মাশরাফির সাথে রয়েছেন ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে কোয়াটার ফাইনালে নিয়ে যেতে অসামান্য ভূমিকা পালন করা রুবেল হোসেন।

ক্রিকইনফোর নির্বাচিত বাংলাদেশের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ-

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও রুবেল হোসেন।