Thu. Sep 18th, 2025
Advertisements

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

খােলাবাজার ২৪,রবিবার,২৪ফেব্রুয়ারি ২০১৯ঃ যুক্তরাষ্ট্রের হিউস্টন অঙ্গরাজ্যে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটিতে তিনজন আরোহী ছিলেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বোয়িং ৭৬৭ বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় পুলিশ এবং কর্মকর্তারা জানিয়েছেন, হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ামি থেকে আসা অ্যাটলাস এয়ারের ফ্লাইট ৩৫৯১ বিমানবন্দরটি প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

কর্তৃপক্ষ বলছে, ওই দুর্ঘটনায় বিমানের কোনও আরোহীর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ওই দুর্ঘটনার তদন্ত করবে।

ওই ঘটনায় চেম্বার্স কাউন্টি শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা এক ফেসবুক পোস্টে বলেন, ট্রিনিটি উপসাগরে উত্তরাঞ্চলের শেষ দিকে আনাহুয়াক নামের একটি ছোট শহরের কাছে কার্গো বিমানটি বিধ্বস্ত হয়েছে।