Fri. Sep 12th, 2025
Advertisements

চকবাজার অগ্নিকাণ্ড: সোমবার রাষ্ট্রীয় শোক

খােলাবাজার ২৪,সোমবার,২৫ফেব্রুয়ারি ২০১৯ঃ রাজধানীর চকবাজারের চুড়িহাট্রায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগামীকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এদিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশ মিশনসমূহেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে এলাকাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৬৭ জন। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।