Tue. Sep 16th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার , ০২ মার্চ ২০১৯ঃ নতুন গান প্রকাশ করলেন আলোচিত সঙ্গীতশিল্পী আরমান আলিফ। তার কণ্ঠে ‘সর্বনাশী মেয়ে’ শিরোনামে গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে।

এমআর বেস্ট মিডিয়ার চ্যানেলে প্রকাশিত গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর করেছেন আরমান আলিফ নিজেই। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

এ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, প্রথমবারের মতো অন্য কারও কথায় আমি সুর করেছি। গানটির কথাগুলো আমার বেশ ভালো লাগায় সুর দিয়েছি। মিউজিক ভিডিওটিও ভালো হয়েছে।

এন আই বুলবুল বলেন, আরমান আলিফ সাধারণত যেমন গান করে থাকেন এই গানটিও ঠিক তেমনি। আশা করছি সবার ভালো লাগবে।

‘সর্বনাশী মেয়ে’র ভিডিওটি নির্মাণ করেছেন রোহান মাহমুদ। এতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও মাহা।