Sat. Sep 13th, 2025
Advertisements

প্রশাসনের সাথে জাকসু নিয়ে আলাপ, দাওয়াত পায়নি ছাত্রদল

খােলাবাজার ২৪, সোমবার, ০৪ মার্চ২০১৯ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে সম্পূরক আলাপের আয়োজন করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস)।

রবিবার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক নেতরা, প্রায় সবগুলো ছাত্র সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিলেও দেখা যায়নি ছাত্রদলের উপস্থিতি।

শাখা ছাত্রদলের নেতারা জানিয়েছেন তাদেরকে দাওয়াতই দেয়া হয়নি। এছাড়া অনুষ্ঠানে দাওয়াত পায়নি জাসদ ছাত্রলীগও।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, জাকসু নির্বাচন দিতে হলে অবশ্যই সহ-অবস্থান নিশ্চিত করেই দিতে হবে। ছাত্রদল ছাত্র রাজনীতির একটা বৃহত্তর অংশ। আমাদের ছাড়া কখনই কোনো জাকসু আলাপ সফল হতে পারে না। যারা এই আলাপের আয়োজন করেছে তারা একটি পক্ষের হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বলে আমরা মনে করি।

আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, জাকসু আমাদেরও প্রাণের দাবি। তাই জাকসু নির্বাচন আদায়ে ছাত্রদলকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে বলে তিনি জোর দাবি করেন।

এই বিষয়ে জাডস’র সাধারণ সম্পাদক স্বাগতম নীল এর কাছে জানতে চাইলে তিনি জানান, ‘যেসব সংগঠনের নেতারা এখনও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী তাদেরকে নিয়ে আমরা এই আয়োজন করেছি।’

স্বাগতম নীল বলেন, ‘আমরা গত ৫ বছর যেসব ছাত্র সংগঠনের কোনো কর্মকাণ্ড দেখি নাই, তাদেরকে আমরা দাওয়াত দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি নাই।’