Sat. Sep 13th, 2025
Advertisements

চকবাজারের চুড়িহাট্টায় ফের আগুন, আতঙ্ক

খােলাবাজার ২৪, সোমবার, ০৪ মার্চ২০১৯ঃ চুড়িহাট্টায় শাহী মসজিদের সামনে বিদ্যুতের তারে ফের আগুন লেগেছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।

সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টার একটু দূরে চকবাজার শাহী মসজিদের সামনে দুই বহুতল ভবনের মাঝখানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. এরশাদ হোসাইন ব্রেকিংনিউজকে জানান, চকবাজার শাহী মসজিদের সামনে দুই বহুতল ভবনের মাঝখানে খোলা জায়গায় বৈদ্যুতিক তারে আগুন লাগে। ধোঁয়া দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে।

তবে আগুন ছড়ানোর আগেই ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

উল্লেখ্য, বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জনের মৃত্যু হয়।