Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

পাকিস্তানে জৈশ-ই-মোহাম্মদের অস্তিত্ব নেই: সেনাবাহিনী

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৭মার্চ ২০১৯ঃপাকিস্তানের ভূখণ্ডে ‘জৈশ-ই-মোহাম্মদ’ নামের কোনো জঙ্গি গোষ্ঠীর অস্তিত নেই বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর  (আইএসপিআর)- এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।

তিনি বলেন, ‘পাকিস্তানে ‘জৈশ-ই-মোহাম্মদ’-এর কোনো অস্তিত্ব নেই। জাতিসংঘ এবং পাকিস্তান তাদের নিষিদ্ধ করেছে। এছাড়া আমরা কারও চাপে পড়ে কিছু করছি না।’

ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটকের আগে-পরে দুই দেশ যুদ্ধের কাছে পৌঁছে গিয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘ভারত আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তাই আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে যেতে বাধ্য হই।’

পুলওয়ামা হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে ঢুকে হামলা চালায়। মোদি সরকার দাবি করে, ওই হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে। কিন্তু পাকিস্তানের এই কর্মকর্তা বলছেন ভারতের দাবি মিথ্যা ছিল।

তিনি বলেন, ‘ভারত মিথ্যা দাবি করেছে। বল এখন তাদের কোর্টে। তারাই সিদ্ধান্ত নিক পরিস্থিতি কোন দিকে যাবে।’

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় বাহিনীটির অন্তত ৪০ জন সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী ‘জৈশ-ই-মোহাম্মদ’ হামলার দায় স্বীকার করে। ওই হামলার পরই মাসুদ আজহার ও তার গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার প্রস্তাবে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। দেশটিতে সক্রিয় জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক চাপও জোরালো রয়েছে।