Fri. Sep 12th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৭মার্চ ২০১৯ঃ ঢাকাই চলচ্চিত্রের পর্দা কাঁপানো অভিনেত্রী শাবনূর। ৯০ দশক থেকে এ পর্যন্ত আসা চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে বিবেচনা করা হয় তাকে। চলচ্চিত্র থেকে দীর্ঘ দিন দূরে আছেন এই নায়িকা। স্বামী ও সংসার নিয়েই কাটছে তার জীবন। বছরের বেশী ভাগ সময়ে থাকেন তিনি অস্ট্রেলিয়ায়।

চেয়েছিলেন একমাত্র ছেলে আইজান নেহান বাংলাদেশে পড়াশোনা করুক। বারিধারার সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। স্কুলটির অন্যতম উপদেষ্টা তিনি। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলেছেন শাবনূর। এখন অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের কাছে রেখে আইজানকে পড়াতে চান।

ফেব্রুয়ারিতে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়িও দিয়েছেন। এর মধ্যে স্কুলে ভর্তির সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন শাবনূরের মা আমেনা খাতুন।

তিনি বলেন, ‘শাবনূর চায় আইজান ভালোভাবে পড়াশোনা করুক। পরিবারের মুখ উজ্জ্বল করুক।’