Fri. Sep 12th, 2025
Advertisements


খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,৭মার্চ ২০১৯ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘আই-ব্যাংকিং প্রোমোশনাল ক্যাম্পেইন’ এর চট্টগ্রাম অঞ্চলের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম, চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মোহাম্মদ নায়ার আজম, চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান জি এম মুহাম্মদ গিয়াস উদ্দীন কাদের, খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ শাব্বির ও আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ।

গত ২৫ সেপ্টেম্বর ২০১৮ থেকে ২৫ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ইসলামী ব্যাংক সারাদেশে এ ক্যাম্পেইন পরিচালনা করে। এ ক্যাম্পেইনের আওতায় ইসলামী ব্যাংক আই-ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ আই রিচার্জকারী, ফান্ড ট্রান্সফারকারী, আইপেসেইফ ব্যবহারকারী ও ইউটিলিটি বিল প্রদানকারীগণ পুরস্কৃত হয়েছেন।