Wed. Sep 17th, 2025
Advertisements

রামপুরায় মোল্লা টাওয়ারে আগুন

খােলাবাজার ২৪,শুক্রবার,৮ মার্চ ২০১৯ঃ রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনের মোল্লা টাওয়ার শপিং কমপ্লেক্স ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধা ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

হাতিরঝিল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) তাহমিনা জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে রামপুরায় মোল্লা টাওয়ারে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আধা ঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত ভাবে জানানো যাচ্ছে না।