Wed. Oct 29th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার,৯ মার্চ ২০১৯ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর আগারগাঁও শাখার উদ্যোগে আর্থিক অন্তর্ভূক্তিকরণে বিশেষ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা ৬ মার্চ ২০১৯ রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান ও ঢাকা সাউথ জোনপ্রধান (ভারপ্রাপ্ত) মো: শফিকুর রহমান। আরও বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আমির হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আগারগাঁও শাখাপ্রধান মাহমুদা সুলতানা। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্ষুদ্র সঞ্চয় ও উন্নয়নে গতি এ শ্লোগানে ইসলামী ব্যাংক ছাত্র, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসীসহ সকল শ্রেণি ও পেশাজীবীকে আর্থিক খাতে অন্তর্ভূক্তিকরণে ৪ ফেব্রুয়ারি ২০১৯ থেকে ১৪ মার্চ ২০১৯ পর্যন্ত বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে।