Fri. Oct 24th, 2025
Advertisements


খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ঃ সম্প্রতি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বি এফ আইইউ) এর আয়োজনে রাজশাহীতে দিনব্যাপী “মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন রোধ” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংক উক্ত কর্মশালায় লিড ব্যাংকের দায়িত্ব পালন করে।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এফ আইইউ এর মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন চৌধুরী এবং সভাপতি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক এ.এফ.এম. শাহীনুল ইসলাম। রাজশাহী অঞ্চলের সকল ব্যাংক প্রতিনিধিগণ এ কর্মশালায় অংশ নেন – যাতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এর উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ মহসিন হোসাইনি, যুগ্ন পরিচালক সৈয়দ কামরুল ইসলাম এবং ডাচ্-বাংলা ব্যাংকের ক্যামেলকো মোঃ আব্দুল্লাহ আল মামুন।