Tue. Sep 16th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ১৬ মার্চ ২০১৯ঃনিউজিল্যান্ডে মর্মান্তিক সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ৭ বাংলাদেশি নিখোঁজ রয়েছে। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় রয়েছেন দুইজন। এর মধ্যে একজন নারীর বুকে গুলি ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। আরেকজনের পায়ে গুলি লেগেছে। তার সেই পা কেটে ফেলতে হয়েছে।

শনিবার এ তথ্য জানিয়েছেন অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান।

অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জানান, নিউ জিল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির লোকজন ৭জনকে ফোনে পাচ্ছেন না। তারা সেদিন ঘটনাস্থলে ছিলেন। আমাদের আশঙ্কা, হয়তো এই ৭ জন মারা গেছেন।

শফিকুর রহমান বলেন, আমরা এখন আনুষ্ঠানিকভাবে জানি না, কতজন মারা গেছে। কর্তৃপক্ষ তদন্ত করছে। মৃতদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে। আশা করি শনিবারের মধ্যে জানতে পারবো।