Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ১৬ মার্চ ২০১৯ঃনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ২৪ ঘণ্টার মধ্যেই দেশের পথে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় আজ রাত ১১টা নাগাদ তাদের দেশে পৌঁছার কথা রয়েছে।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১২টার ফ্লাইট ধরতে সকাল সাড়ে ৯টা মধ্যেই বিমানবন্দরে পৌঁছে যায় ১৫ ক্রিকেটারসহ ১৯ সদস্যের দল।

বিদেশের মাটি থেকে অনেকবার ফিরলেও এবারের ফেরাটা অন্য রকম। দ্রুত দেশের পথে রওনা হতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন তামিম। বাজে এই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

গত এক মাসে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দল কোনো নিরাপত্তা না পেলেও ফেরার সময় ছিল বিশেষ ব্যবস্থা। হোটেল থেকে নিরাপত্তার বলয়ে ঢেকে বিমানবন্দরের ভেতরেও তাদের বিশেষ নজড়ে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমন বাজে অভিজ্ঞতা নিয়েই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড; তার আগে আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ