খােলাবাজার ২৪,বুধবার, ২০ মার্চ ২০১৯ঃভারতের বিপক্ষে একটিও জয় নেই বাংলাদেশের। নয়বারের দেখায় ভারতের জয় ৮টিতে। একটি ড্র। গেল নভেম্বরে সর্বশেষ দেখায় অলিম্পিকের বাছাইয়ে ভারতের কাছে ৭-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
এই পরিসংখ্যান নিয়ে বুধবার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। নেপালের বিরাট নগরে শহীদ রঙ্গসালা স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।
দুই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে এক জয় ও এক হার নিয়ে ‘এ’ গ্রুপের রানার্স আপ বাংলাদেশ। টুর্নামেন্টের ইতিহাসেই কখনো হারেনি ভারত। এ পর্যন্ত ২১ ম্যাচে ২০টি জয় তাদের। ড্র একটিতে। টুর্নামেন্টের সব ক’টি শিরোপাই ঘরে তুলেছে তারা।
শক্তিশালী প্রতিপক্ষ হলেও লড়াইয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মিড ফিল্ডার কৃষ্ণা রানী সরকার তো ফাইনালে উঠতে জানবাজি রেখে লড়ার কথাও জানালেন, ‘ভারতকে হারানোর বিশ্বাস আমাদের আছে। অবশ্যই চেষ্টা করবো জেতার জন্য। গত দুই ম্যাচ খেলেনি, সেহেতু সেমি ফাইনালে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। জানবাজি দিয়ে খেলবো আমরা।’