Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ঃ সেই কবেই ফাগুন এলো,তুমি এলেনা আক্তার !
বসন্তিরা কবিতার ভাষায় গাইলো,
রক্তিম পলাশের উঠানে মুক্তা হাসলো,
তবু কলমের ডগায় একটা কবিতা
উঁকি দিলনা!
ভেবেছিলাম তুমি আসবে,
বসন্তটা রাঙাবে!
তোমার চোখের কপাটের কাজল
অণু দিঘীতে সাঁতরে বেড়াবে!
এতে হয়তো তোমার দু’গালে ভরেও বসন্ত নামবে!
শিমুল গাঁথা খোপায় তুমি আসবে,
ফাগুনের ঝরা পাতার বাটে আমরা হাঁটবো৷
কৃষ্ণচূড়ার ডালের লালগুলিতে
তোমায় স্নান করাবো!
বাসন্তী বরষার মুক্তাগুলি তোমার আগমনে
দ্যুতি ছড়াবে….
আমের মুকুলের কাঁচা গন্ধটা
তোমার গায়ে মেখে দেব!
যৌবন হারানো কংশের শুভ্র বালুতে
তোমার ছবি আঁকবো!
পালহীন খেয়াগুলোতে আসন পেতে রেখেছিলাম,
এক বাসন্তী গোধূলীতে তোমার হাতে
হাত রাখবো বলে!
যদি তুমি আসতে …
তোমাকে এক পাঁপড়ি দেখার লাগি
কবিতারাও হয়তো আসতো!!
ওরা লজ্জায় পালানোর আগেই আঁটকে দিতাম
আমার ফাগুন ডায়েরির গর্ভে!
কলমের কালিটাও হয়তো
স্বস্তির একটা নিঃস্বাস ফেলতো!!
কিন্তু সেই তুমিই তো এলেনা!
ফাগুন চলে যাচ্ছে ……
অপেক্ষমান কবিতারাও অভিমানে
দূরে সরে যাচেছ …..
আমার কলমের কালিটা এখনও নিষ্ক্রিয়!
পরীহীন বসন্তটা কি তাহলে
কবিতাহীন ই কেটে যাবে?