Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯ঃ অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন সম্প্রতি ঢাকাস্থ অফিসার্স ক্লাবে – এক সংবর্ধনার আয়োজন করে।

সাউথইস্ট ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক তুলে দেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব কে এম মোজাম্মেল হক । এছাড়া পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সহ, শিক্ষার্থীদের অভিভাবকগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ২০০৯ সাল থেকে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। শুরু থেকে এই বৃত্তি কর্মসূচি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ ছিল।

২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবৃত্তি কর্মসূিচ স্নাতক স্তর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ২৩১৬।এ অনুষ্ঠানের মাধ্যমে উচ্চ-মাধ্যমিক স্তরে অধ্যায়নরত ২০০ জন শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ব্যাংকের চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফসিএ, চেক তুলে দেন।