Tue. Sep 16th, 2025
Advertisements

ভোট শুরুর আগেই কেন্দ্র দখল

খােলাবাজার ২৪, রবিবার, ২৪মার্চ ২০১৯ঃ ঝালকাঠীর রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের নির্বাচন কেন্দ্রের আশপাশের যেতে দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ভোট শুরুর আগেই তারা বিভিন্ন কেন্দ্র দখল করে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ারও অভিযোগ উঠেছে।

অভিযোগ করা হয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে রাজাপুরের চৌকিদার বাড়ি স্কুল কেন্দ্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফখরুলের চশমা মার্কার এজেন্টদের বের করে দেয় তালাচাবি মার্কার সমর্থকরা।

এসময় সেখানে ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জহির জুয়েল ছবি তুলতে গেলে তার উপর আক্রমণ করে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই এই ঘটনা ঘটে।