Tue. Sep 16th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, রবিবার, ২৪মার্চ ২০১৯ঃ চলতি বছরের শুরুটা আশানুরূপ হলো না ব্রাজিলের। পানামার বিপক্ষে এগিয়ে গিয়েও জয় পেল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমতায় মাঠ ছাড়তে হয়েছে তিতের দলকে।

পর্তুগালের পোর্তোয় শনিবার স্থানীয় সময় বিকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

ম্যাচের ৩২তম মিনিটে ডান দিক থেকে কাসেমিরোর দারুণ এক ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে বল ঠিকানায় পাঠান পাকুয়েতা। জাতীয় দলের হয়ে ২১ বছর বয়সী এসি মিলান মিডফিল্ডারের এটি প্রথম গোল।

এর চার মিনিট পরেই সমতায় ফেরে পানামা। মাঝমাঠের কাছ থেকে সতীর্থের ফ্রি-কিকে বল ডি-বক্সে পেয়ে হেডে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনের মাথার উপর দিয়ে জালে পাঠান ডিফেন্ডার আদোলফো মাচাদো।

দ্বিতীয়ার্ধে দুদলই কয়েকটি ভালো সুযোগ পায়। তবে পার্থক্য গড়ে দিতে পারেনি কেউই।

আগামী মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।