Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

আহতদের উদ্ধার করায় হত্যার শিকার ফিলিস্তিনি সেচ্ছাসেবক

খােলাবাজার ২৪,বুধবার, ২৭মার্চ ২০১৯ঃফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে দখলদার ইসরাইলি বাহিনী অভিযান চালাতে এলে দখলদার বাহিনী ও ফিলিস্তিনিদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় অনেক ফিলিস্তিনি আহত হয়। এ সময় আহতদের উদ্ধার করতে গেলে ফিলিস্তিনি এক স্বেচ্ছাসেবক কিশোরকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। ওই ঘটনায় নিহত কিশোরের লাশ নিয়ে মিছিল বের করেন ফিলিস্তিনিরা। খবর এএফপির।

বুধবার (২৭ মার্চ) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত কিশোর চিকিৎসাবিষয়ক স্বেচ্ছাসেবকের কাজে নিয়োজিত থাকার বিষয়েও নিশ্চিত করেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ওই কিশোরের নাম সাজিদ মুজহার (১৭)। সাজিদ মুজহার বেলেথহেমের দক্ষিণে পশ্চিম তীরের দায়েশ শরণার্থী ক্যাম্পে সংঘর্ষে নিহত হয়।

এ ঘটনায় ইসরাইলি দখলদার বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এমন ঘটনাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জায়েদ আওয়াদ বলেন, দখলদার সেনারা সাজিদের পেটে গুলি করেছে। তাদের এ কাজ যুদ্ধাপরাধের সামীল।

ওই ঘটনার সময় ইসরাইলি বাহিনী শরণার্থী ক্যাম্পে ঢুকে অভিযান চালিয়। অভিযান চালিয়ে তারা অনেককে ধরে নিয়ে যায়। এতে সংঘর্ষ বাঁধলে সেখানে থাকা অনেকেই আহত হয়।