খােলাবাজার ২৪,বুধবার, ২৭মার্চ ২০১৯ঃ বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের র্যালি রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে। র্যালিতে নেতাকর্মীদের ঢল নেমেছে। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় মানুষ আর মানুষ। অনেকটা যেন গণমিছিলেরই আবহ নেয় স্বাধীনতার দিবসের এই র্যালি।
বুধবার (২৭ মার্চ) বিকেল ৩টা ১২ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই র্যালি। র্যালিটি কাকরাইল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে।
এ সময় র্যালিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন দলটির নেতাকর্মীরা।
নেতাকর্মীরা ‘স্বাধীনতার এই দিনে/জিয়া তোমায় মনে পড়ে’, ‘আমার নেত্রী আমার মা/বন্দি হতে দেব না’, ‘স্বৈরাচার নিপাত যাক/গণতন্ত্র মুক্তি পাক’, ‘বন্দি আছে আমার মা/ঘরে ফিরে যাবো না’, ‘হামলা করে আন্দোলন/বন্ধ করা যাবে না’, ইত্যাদি স্লোগানে মুখর করে তুলেছেন।
র্যালি শুরু হলে সড়কের দু’পাশে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে কখনো করতালি দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে থাকেন।
ব্যানার, ফেস্টুন, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার ও হেডার, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নিজ নিজ ইউনিট বা শাখার বড় বড় ব্যানার, বিশাল আকারের দলীয় ও জাতীয় পতাকা পুরো র্যালিটিকেই বর্ণিল করে তোলে।
জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে এসে র্যালিতে অংশ নিয়েছেন তারা। কারো কারো হাতে রয়েছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্ল্যাকার্ড, কারো হাতে রয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড।