খােলাবাজার ২৪,সোমবার, ০১ এপ্রিল ২০১৯ঃ এপ্রিল ০১, ২০১৯ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, আরো বড় পরিসরে গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর নড়িয়া শাখা নতুন ঠিকানা শওকত প্লাজা, চাক্ধ বাজার, নড়িয়া, শরিয়তপুর-এ স্থানান্তরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী স্থানান্তরিত ভবনে শাখার কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জনাব এস. এম নজরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডিভিশনের ভিপি জনাব মোশাররফ হোসেন চৌধুরী, নড়িয়া শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ছামাদুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।