Wed. Sep 17th, 2025
Advertisements
দুর্নীতি দমনে ইন্টারপোলের সাথে জোট বেঁধেছে আইসিসি

খােলাবাজার ২৪,বুধবার, ০৩এপ্রিল ২০১৯ঃ ক্রিকেটে দুর্নীতি নিয়ে বরাবরই কঠোর অবস্থানে আইসিসি। গেল বছর আল জাজিরায় ক্রিকেটের স্পট-ফিক্সিং নিয়ে প্রতিবেদন প্রচারের পর আরো তৎপর হয়ে ওঠে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। তারই ধারাবাহিকতায় দুর্নীতি রোধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে তারা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্নীতির বিরুদ্ধে আরো কার্যকর ব্যবস্থা নিতে গেল সপ্তাহে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ফ্রান্সের লিঁওতে ইন্টারপোলের সদর দপ্তরে সংস্থাটির সাথে বৈঠক করেন।

ইন্টারপোলের সাথে বৈঠকের বিষরে মার্শাল বলেছেন, ‘আইসিসি ও ইন্টারপোল দুর্নীতির বিরুদ্ধে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এ বিষয়ে লিঁওতে ইন্টারপোলের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির সাথে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার দারুণ সম্পর্ক রয়েছে। কিন্তু ইন্টারপোলের সাথে কাজ করা অর্থ হচ্ছে আমরা ১৯৪টি দেশের সাথে যুক্ত হয়ে গেলাম।’

তিনি আরো বলেছেন, ‘আমাদেরর লক্ষ্য হচ্ছে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতিবাজদের ছত্রভঙ্গ করা। যেখানেই আমরা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করব সেখানেই আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেব। এক্ষেত্রে ইন্টারপোল আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হবে।’